আজকের স্বদেশ ডেস্ক::
কথা ছিল ১৪ দলের কর্মিসভার। কিন্তু মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনী শোডাউনে তা বিশাল জনসভায় রূপ নেয়। নিজেদের প্রচারণায় কমতি ছিল না ১৪ দলের শরিক অন্যান্য দলের নেতাকর্মীদের। তারাও বড় বড় মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়।
দুপুর গড়াতেই মিছিল নিয়ে মহানগর নাট্যমঞ্চের মাঠে জোটের মহানগর নেতাকর্মীরা জড়ো হতে থাকে। বিকাল হতেই মহানগর কাজী বশির আহমেদ মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে পুরো মাঠে ছড়িয়ে পড়ে।
দুপুরের দিকে বিশাল মিছিল নিয়ে সমাবেশে প্রবেশ করেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান লাভলু। মিছিল নিয়ে সমাবেশে আসেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না। তিনি ঢাকা-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী।
এ ছাড়া ঢাকা-৮ আসনের বর্তমান এমপি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের ব্যানারে বেশ কয়েকটি মিছিল সমাবেশে অংশ নেয়। অধিকাংশ ব্যানারেই লেখা ছিল রাশেদ খান মেননকে আবারো এমপি হিসেবে দেখতে চাই।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পক্ষে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে একাধিক মিছিল এসে মহানগর নাট্যমঞ্চে জমায়েত হয়। এছাড়া ১৪ দল শরিকদের অন্যান্য দলের নেতারাও সাধ্যমতো নেতাকর্মী নিয়ে সমাবেশে উপস্থিত হন।
তবে সমাবেশ ১৪ দলের হলেও মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থানার নেতাকর্মীদের উপস্থিতি ছিল সব থেকে বেশি। সমাবেশে জাসদ ঢাকা মহানগর পূর্ব, কদমতলী থানা আওয়ামী লীগ মিছিলসহ সমাবেশে যোগ দেয়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply