নিজস্ব প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার সংলগ্ন আলীগঞ্জ ,ইনাতগঞ্জ ও কসবা সিএনজি অটোরিকশা টমটম শ্রমিকের মধ্যে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অর্ধশতাধীক লোক আহত হয়েছে। গুরুতর আহত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের শানুর খান (৩৫), জাহাঙ্গীর খান (৩২) ও জালালপুর গ্রামের আছদ উল্লাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তী করা হয়েছে।অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন ও দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের টমটম শ্রমিকরা আলীগঞ্জের এক টমটম শ্রমিকের উপর যাত্রী উঠানো নিয়ে মারধর করে।
এরপর আলীগঞ্জের টমটম শ্রমিকরা কসবা গ্রামের টমটম শ্রমিক লিটনকে মারধর করে। এঘটনার একপর্যায়ে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের শ্রমিক সহ দেশীয় অস্ত্র নিয়ে আলীগঞ্জ বাজারে আসলে উভয় পক্ষের মধ্য শুরু হয় সংঘর্ষ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply