আজকের স্বদেশ ডেস্ক::
নাটোরের লালপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হলেন নাসিরউদ্দিন (৩০) নামে এক যুবক। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বিজয়পুর গ্রামের খলিলের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নাসিরউদ্দিন উপজেলার শালেশ্বর গ্রামের জমশেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নাসিরউদ্দিন তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তার স্ত্রী পাখিসহ (১৯) ঘুমাতে যায়। পরে রাতে তার স্ত্রী তাকে ডাকাডাকি করলে নাসিরউদ্দিন কোনো সাড়া না দিলে তার স্ত্রী চিৎকার করে ওঠে।
এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে তাকে মৃত অবস্থায় দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে প্রেরণ করে।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের পর জানা যাবে তিনি কীভাবে মারা গেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শাশুড়ি মরিয়মকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
আজকের স্বদেশ/আবু বকর
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।