আন্তর্জাতিক ডেস্ক::
অবতরণের কথা ছিল বিমানবন্দরে। কিন্তু রানওয়ে টপকে বিমান সোজা গিয়ে পড়ল বিমানবন্দর সংলগ্ন হ্রদে। নৌকা নিয়ে এসে ডুবন্ত বিমান থেকে যাত্রীদের কোনো রকমে উদ্ধার করলেন স্থানীয় মৎস্যজীবীরা।
গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। পাপুয়া নিউগিনির সরকারি সংস্থা এয়ার নিউগিনির ওই বিমানটিতে ৩৬ জন যাত্রী ছিল। এ ছাড়াও ১১ জন বিমানকর্মী ছিলেন।
বিমানটি ডুবে যাওয়ার আগেই প্রত্যেককে ছোট ছোট নৌকায় করে নিরাপদে উদ্ধার করা হয়। যদিও, যাত্রীদের বড় কোনো আঘাত লাগেনি বলে জানিয়েছে ওই বিমান সংস্থা। তবে কয়েকজন যাত্রীর হাড় ভেঙে গেছে বলে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
জানা গেছে, বিমানটি পোহনপেই থেকে পোর্ট মোরসেবে যাচ্ছিল। মাঝে ছুউক প্রদেশে সেটির থামার কথা ছিল। ছুউক বিমানবন্দরে নামার সময়ই বিপত্তি বাঁধে।
রানওয়েতে নামতে গিয়ে কোনোভাবে চালকের হিসেবের ভুলের কারণে বিমান সোজা গিয়ে নামে পাশের হ্রদে। প্রায় সঙ্গে সঙ্গেই পানিতে ডুবতে শুরু করে বিমানটি। স্থানীয় মৎস্যজীবীরা দ্রুত সেখানে গিয়ে পৌঁছান।
ছুউক বিমানবন্দরটি চারপাশ দিয়ে হ্রদ দিয়ে ঘেরা। রানওয়েটিও বেশ ছোট। ফলে সেখানে অবতরণ করা পাইলটদের কাছে যথেষ্টই চ্যালেঞ্জের।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি প্রায় ১৩ বছরের পুরনো। আগে এই বিমানটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং জেট এয়ারওয়েজের মালিকানাধীন ছিল। পরে সেটি এয়ার নিউ গিনির হাতে যায়।
আজজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply