মোঃ তাজুদুর রহমানঃ
মৌলভীবাজারে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭২তম জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর মৌলভীবাজার শহরের আদালত সড়কের টাউন দেওয়ানী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ , জেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগ নেতৃবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম। এসময় মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply