জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
ঢাকাসহ সারাদেশে দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল, মসজিদে মসজিদে দোয়া মাহফিল, মন্দির, গির্জা আর প্যাগোডায় বিশেষ প্রার্থনা, দুস্থ ও গরিবদের মাঝে ভ্যান রিকশা বিতরণ আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলার ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয় বলেন, আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা (এমপি) জন্মদিন উপলক্ষে জগন্নাথপুরের বিভিন্ন মন্দিরে প্রার্থনা করা হয়। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি। আমাদের প্রিয় নেত্রীকে সব সময় ভাল রাখেন ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply