জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ফেরী ঘাটে কুশিয়ারা নদীতে গতবারের ন্যায় এবারও আগামী ৪ঠা অক্টোবর বৃহ:বার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হবে।
জানা যায়, আজ শুক্রবার কুশিয়ারা নদীর তীরবর্তী রানীগঞ্জ বাজারে আয়োজক কমিটির এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় ৪ঠা অক্টোবর বৃহ:বার দুপুর ১টায় নৌকা বাইচ প্রতিযোগিতা সিন্ধান্ত নেয়া হয়।
৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, কামাল উদ্দিন, আবুল হোসেন লালন, বাবু ধনেশ রায়, আরজান মিয়া, হারুন মিয়া, হিরা মিয়া, হারুন মিয়া (২), শাহী আহমদ, সালেহ আহমদ, শাহানুর আহমেদ শানুর, মমরাজ হোসেন রাজ, গুলজার মিয়া,দিদার আহমদ সুমন, কাউছার মিয়া, লিলু মিয়া, জিয়াউর রহমান,
সেবুল মিয়া, আওয়াল মিয়া, রাজীব তালুকদার, মাছুম আহমেদ, ইকবাল হোসেন, মঞ্জুর ইসলাম মঞ্জু, জালাল মিয়া, মালেক উদ্দিন, সাজু মিয়া, আল-আমিন মিয়া, রানা মিয়া, আকরাম হোসেন, রাসেল মিয়া, জাহিদুল ইসলাম, রাসেল মিয়া (২), সুরুজ্জামান ( মেম্বার), রজত রায়, রনি রায়, দিবাংশু চন্দ্র, শফু মিয়া, মির্জা হোসেন, জাকির হোসাইন, আকবর হোসেন, দুলন মিয়া, তোফায়েল আহমেদ ।
এ প্রতিযোগিতায় ১ম পুরষ্কার থাকিবে সোনার নৌকা সোনার বৈঠা। ২য় পুরষ্কার থাকিবে ১৭ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। ৩য় পুরষ্কার থাকিবে ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। এছাড়া আরও বিশেষ পুরষ্কার থাকিবে।
এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হলে কমিটির যোগাযোগের নাম্বার শাহানুর আহমেদ শানুর, ০১৭১৯ ৭২৫৪৫৭। মাসুম আহমদ ০১৭১৬ ৬৭৫৮৮২। জাকির হোসেন ০১৭১৭ ৬৫২২৯৪।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply