ছাতক প্রতিনিধিঃ
খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ২০দলীয় জোটের কেন্দ্রিয় নেতা মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন বলেছেন, আ’লীগ জনগণের মৌলিক অধিকার হরণ করে নিজেরা আবারো অবৈধ পন্থায় ক্ষমতায় যেতে চাইছে।
নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের মানুষ আগামী দিনে আ’লীগকে প্রতিহত করবে। তিনি বলেন, বতর্মান সরকার নিরেপক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিতে চায়না। তারা জানে দেশে সুষ্ঠু নির্বাচন হলে তাদের নিশ্চিত ভরাডুবি হবে।
তিনি আরও বলেন, ছাতক-দোয়ারাবাজার আসনে ২০দলীয় জোটের মনোনয়ন পেতে খেলাফত মজলিসের গ্রীণ সিগনাল পেয়ে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। এ আসনে খেলাফত মজলিস সুসংগঠিত। এখন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত।
২০দলীয় জোটের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের কাংখিত উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো। তিনি বৃহষ্পতিবার সন্ধ্যায় ছাতক পৌর শহরের দলীয় কার্যালয়ে ছাতক উপজেলা ও পৌরশাখা এবং দোয়ারাবাজার উপজেলার খেলাফত মজলিসের নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা আবু বক্কর, মাওলানা বদরুল আলম, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আক্তার হোসাইন, সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম মোশাহিদ আলী,
দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাবেক সভাপতি মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, ছাতক উপজেলা শাখার নির্বাহী সদস্য হাফেজ আজিজুল হক, ছাতক পৌর শাখার সহ-সভাপতি মাওলানা জহির, মাওলানা দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরে আলম, সাংগঠনিক সম্পাদক সোলায়মান আহমদ তালুকদার, নির্বাহী সদস্য মঞ্জুর আলম চৌধুরি প্রমুখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply