ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে ক্বওমী মাদ্রাসার দাওরায়ে হাদীস (তাকমীল) এর সনদকে মাষ্টার্সের মান প্রদান করে জাতীয় সংসদে আইন পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম ও সংসদ সদস্যের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্বওমী শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মাদারিছে ক্বওমীয়া উপজেলা শাখার উদ্যোগে আলিম-ওলামা ও শিক্ষক-শিক্ষার্থীদের একটি বিশাল আনন্দ মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল কাদির, হাফিজ মাওলানা সৈয়দ আহমদ, হাফিজ মাওলানা নূরে আলম, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা আমির উদ্দিন, মাওলানা আজাদ মিয়া, হাফিজ মাওলানিা আব্দুল জলিল, মাওলানা খলিল আহমদ, মাওলানা আবুল খয়ের, মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুন নূর, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা শওকত আলী, হাফিজ মাওলানা সাইদ আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা শাহজাহান, হাফিজ আব্দুল কাইয়ূম, আমিনুল হকসহ উপজেলার ক্বওমী মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ মিছিলে অংশ নেন।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply