ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলা কাজী সমিতির কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন কাজী অফিস কার্যালয়ে মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় জাউয়া বাজার ইউপি নিকাহ ও তালাক রেজিস্টার রহমত আলীকে সভাপতি,
ছাতক পৌরসভার নিকাহ ও তালাক রেজিস্টার মোঃ নুরুল হককে সাধারণ সম্পাদক ও কালারুকা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার আব্দুস শাকুরকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুস সামাদ।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কাজী মাওলানা আশিক উদ্দিন বিপ্লবী, মাওলানা বদরুল আলম ও মোঃ মশহুদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মনসুর আহমদ, অর্থসম্পাদক আবু সুফিয়ান, অফিস সম্পাদক শামসুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, ধর্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও প্রচার সম্পাদক ইসলাম উদ্দিন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply