ছাতক প্রতিনিধিঃ
ছাতকের শিক্ষা সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে পিচিয়ে পড়া গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা ও যুগোপযোগী আধুনিক কারিগরী তথ্য প্রযুক্তি শিক্ষায় সম্পৃক্ত করে তাদের উন্নত কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে
এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী ছাতকের পরবর্তী প্রজন্মকে উচ্চ শিক্ষায় অনুপ্রানিত ও উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে কাজ করে যাবার প্রত্যয় নিয়ে অচিরেই যাত্রা শুরু করছে ‘ছাতক উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে।
এরই ধারাবাহিকতায় গত ২২শে জানুয়ারী ঘোষিত ‘ছাতক উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র নেটওয়ার্কিং অধিবেশন গত সোমবার নর্থাম্পটন শহরের এনবিএ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুছ এর সভাপতিত্বে ও মোঃ মনচব আলী জে.পি’র সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে ট্রাষ্টের পরবর্তী কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবী আহবাব মিয়া (প্রব: পুলিশ ইনসপেক্টর), আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আব্দুল বশর, আফসর খান, সমাজসেবী ও ব্যবসায়ী উমর আলী,
কাউন্সিলর ইউছুফ মিয়া, আব্দুল হাকিম, এ.বি.এম বায়েজিদ, মোঃ আব্দুল কালাম, আব্দুল কাদির, মঈন উদ্দিন, আব্দুল মজিদ ছমীর, মোঃ শরীফ উদ্দিন, কাউন্সিলর আজিজুর রহমান, কাউন্সিলর নাহার বেগম, ইছরাব আলী, সুহেল মিয়া, অনেব আলী, আফরোজ আলী (সাদ মিয়া), সাবেক চেয়ারম্যান শাহ আব্দুল গনি, আবরুছ আলী তৈমুছ, মোঃ বশির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূর উদ্দিন, মোঃ এমদাদুল হক, জুবের উদ্দিন ফখর, কসরুল ইসলাম, মসব্বির আলী, মোঃ মোসাহীদ আলী,
আব্দুল মানিক কুটি, ছয়ফুল আলম, সুফিয়ান, কাজী ফয়েজ আহমদ, সবুজ মিয়া, মোঃ নজির উদ্দিন, মোঃ মজির উদ্দিন, মোঃ দিলবর আলী, কাজী রুহেল, ব্যারিষ্টার শাহ মিছবাউর রহমান ও মোঃ ছানাওর আলী কয়েছ প্রমূখ। এসময় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা সচেতন প্রবাসীরা উপস্থিতি ছিলেন।
সভায় এক কোটি টাকার প্রাথমিক লক্ষ্য মাত্রা নিয়ে ট্রাষ্টের কার্যক্রম শুরু করতে সবাই সংকল্পবদ্ধ হন এবং সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এ.বি.এম বায়েজিদ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply