দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার অতি দরিদ্রদের জন্য কর্মসিজনের টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
গত বুধবার উপজেলার সদর ইউনিয়নের লামাসানীয়া গ্রামবাসী গণ স্বাক্ষরে স্বাক্ষরিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন ৬ নং-ওয়ার্ডের ইউপি সদস্য নুর আহমদ আলম এর বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে জানা যায় লামাসানীয়া গ্রামের বরজু মিয়ার বাড়ি হইতে নাজির মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১৭ শত ফুট রাস্থার মাটির কাজের জন্য ২ লক্ষ টাকা বরাদ্ধ হয়।
বরাদ্ধকৃত ২ লক্ষ টাকার কাজের মধ্যে মাত্র ৪০হাজার টাকার কাজ করে রাস্তার মাটি ভরাটের কাজ বাকি রেখে বরাদ্ধের অবশিষ্ঠ ১ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাত করার পায়তারা করছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন গ্রামবাসি।
লামাসানীয়া গ্রামের জালাল উদ্দিন বলেন, আমাদের গ্রামের চলাচলের একমাত্র রাস্থাটি বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে অনুপযোগী হয়ে পড়ে।
আমরা গ্রামবাসি সবাই মিলে এমপি মহোদয়ের কাছথেকে এই রাস্থার জর্য বরাদ্ধ আনি নিয়ম অনুযায়ী কাজটি পান ইউপি সদস্য নুর আহমদ আলম মিয়া, তিনি বরাদ্ধের ২ লক্ষ টাকার মধ্যে মাত্র ৩০/৪০ হাজার টাকার মাটির কাজ করে বাকি টাকা আত্ম সাতের পায়তারা করছেন।
আমরা বরাদ্ধের টাকার কাজের ব্যাপারে জানতে চাইলে তিনি আমাদেরকে কোন সধু-উত্তর দিতে পারেনাই, তিনি আমাদেরকে বলেন সব টাকা খরছ হয়ে গেছে আর কাজ করা যাবেনা।
ইউপি সদস্য নুর আহমদ আলম জানান ২ লক্ষ টাকার কাজ পেয়েছি কিন্তু সরকারি ইষ্ঠিমিট অনুযায়ী আমি কাজ করেছি। আমি কোন টাকা আত্মসাত করিনাই। আমার গ্রামের আমার প্রতিপক্ষের লোকজন হয়রানি করার উদ্দ্যেশে এ অভিযোগ কেেছন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি আগামী কাল (আজ) তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনানোগ ব্যাবস্থা নেয়া হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply