হেলাল আহমদ, ছাতকঃ
ছাতকে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গণসচেতনতা বৃদ্ধিতে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার দুপুর থেকে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলরত মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজ-পত্র পরীক্ষা-নিরিক্ষা করেন তিনি।
যেসব যানবাহানের সবকিছু সঠিক পেয়েছেন সেসব গাড়ির চালকদের সরকারের পক্ষথেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানা মিষ্টিমুখ করিয়েছেন এবং যেসব গাড়ির কাগজ-পত্র ত্রুটিযুক্ত ছিল তাদের কাগজ-পত্র দ্রুত সময়ের মধ্যে আপডেট করার পরামর্শ দিয়েছেন তিনি।
পাশাপাশি প্রয়োজনীয় কাগজ-পত্র দেখাতে না পারায় মোটর সাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ খান, জাউয়া উপসহকারী ভুমি কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।