সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিকী অনশন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। আজ বুধবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত জেলা বিএনপির শহরের পুরাতন বাসস্টেশন জেলা বিএনপির কার্যালয়ে এই প্রতিকী অনশন পালন করা হয়।
জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিকী অনশন বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, সেলিম উদ্দিন, আনিসুল হক, আবুল কালাম, নাদের আহমদ, রেজাউল হক, যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপি’র যুগ্ম স¤পাদক নুর হোসেন,নাছিম উদ্দিন লালা, সুয়েব আহমেদ,
সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ হাসান জুনেদ সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ প্রমুখ। প্রতিকী অনশনে বক্তারা বলেন, এই সরকার খালেদা জিয়াকে ভয় পেয়ে জেলে ঢুকিয়ে রেখেছে।
আমরা এই প্রতিকী অনশন থেকে বলতে চাই অবিলম্বে যদি এই অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সুষ্ঠ নির্বাচন না দেয় তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি পালন করব।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply