আন্তর্জতিক ডেস্ক::
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবিতে মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ হয়েছে। প্ল্যাকার্ড ও স্লোগানে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিযুক্ত করেন। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল কর্তৃক দমনপীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান তারা।
মঙ্গলবার গ্রান্ড প্যালেইস প্রদর্শনী হলের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। এখানেই ফ্রান্স ও ইসরায়েলের যৌথ প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা। বিক্ষোভ শান্তিপূর্ণ হয়েছে। তবে, পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
প্যারিসে এই বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণী বলেন, আমরা নেতানিয়াহু ও বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চাই যে, ইসরায়েলি বাহিনী গত মাসে ১২৫ নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
সংহতি প্রকাশের জন্য তার হাতে একটি ফিলিস্তিনি পতাকাও ছিল।
ইয়াসমিন নামের এক বিক্ষোভকারী বলেন, ফিলিস্তিনি প্যারামেডিক রাজন আল নাজ্জারকে অমানবিকভাবে হত্যা করেছে ইসরায়েল। আমরা এতে উদ্বিগ্ন, ব্যথিত।
প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর সমর্থন আদায়ে প্যারিস সফরে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
সূত্র: আল-জাজিরা
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply