পঞ্চগড় প্রতিনিধি:
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শিশু দূর্বা,সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের নিকট পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চেয়েছেন। দূর্বার বয়স যখন দেড় বছর তখন পরিবারের অসান্তির মধ্যে মা চলে যায়।
তার ছোট বোনের বয়স তখন মাত্র নয় মাস। দরীদ্র অসহায় পিতা পঞ্চগড়ের ধাক্কামারা এলাকার সুজন ইসলাম অনেক কষ্টে তার দুই মেয়েকে বড় করছিল। দুর্বা যখন তৃতীয় শ্রেণীতে অধ্যায়ন রত হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানায় সে কঠিন ক্যান্সার রোগে আক্রান্ত। সম্প্রতি কলকাতার একটি হাসপাতালে তার চিকিৎসা চলতে চলতে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে।
পিতার পক্ষে এতটাকা ব্যবস্থা করা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য ২৫ লক্ষ টাকার সন্ধানে গঠন করা হয়েছে দূর্বা সহায়তা তহবিল। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা চেয়েছে দূর্বার পরিবার সহ দূর্বা সহায়তা তহবিলের স্বেচ্ছাকর্মীরা।
সাহায্য পাঠাতে পারেন দূর্বা সহায়তা তহবিল, হিসাব নং ০১০০১৩২৬৬৮৫৪৪, জনতা ব্যাংক, পঞ্চগড় শাখা, বিকাশ নাম্বার- ০১৮১৯৮২৩৫৮৯ ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply