জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল (১লা জুন) ১৫ ই রমজান আগামীকাল রোজ শুক্রবার পৌর পয়েন্টের অভিজাত মাহিমা রেষ্টুরেন্টে অনুষ্টিত হবে।
এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির উদ্যেগে গত বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দিলু মিয়া, সহ-সভাপতি মতিউর রহমান, পৌর কমিটির আহবায়ক হাজী আব্দুল ছত্তার, প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব প্রমূখ।
সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামীকাল ( ১৫ রমজান) শুক্রবার উপজেলা জাতীয় পার্টির ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা হয় । উক্ত আলোচনাসভা ও ইফতার মাহফিলে জাতীয় পার্টির সর্বস্থরের নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্য উপজেলা জাপার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া অনুরোধ জানিয়েছেন ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply