আজকের স্বদেশ ডেস্ক::
ছাত্রলীগের অভ্যন্তরীণ গোলযোগের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। বৃহস্পতিবার দুপুরে জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। তিনি বলেন, কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ চলছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা চলছে।
এ নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সিকৃবিতে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ চলছে। এ নিয়ে ক্যাম্পাসে তুমুল উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply