এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারার বীর মুক্তিযোদ্বা আবু সায়িদ বুধবার সকাল ৯.৩০ ঘটিকায় উনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ইন্না……. রাজেউন । দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম এর নেতৃত্বে চৌকস পুলিশ বাহিনী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম চৌধুরীপাড়া কবরস্থান মাঠে বুধবার বিকাল ৫.৩০ ঘটিকায় মরহুমকে গার্ড অব অনার প্রদান করে ও ১ মিনিট নিরবতা পালন করেন।দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্বা কমান্ড কাউন্সিল,তাঁর কফিনে জাতীয় পতাকা আ”্ছাদন পূর্ব্বক শ্রদ্বা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক,উপজেলা পরিষদ বাইস চেয়ারম্যান রেনু মিয়া, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের পক্ষে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সোহরাব হোসেন উপজেলা কৃষি অফিস,,মুক্তিযোদ্ধা আক্তার আলী,ইলিয়াছ মিয়া,আব্দুল খালেক,আব্দুর রশিদ,তাজুল ইসলাম,আমির উদ্দিন কমান্ডারসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা,
পরিচ্ছন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এম এ মোতালিব ভুঁইয়া, সমাজসেবক হাছিব উদ্দিন মেম্বার, মানিক মাষ্টার, মোশারফ মজুমদার, নুরনবী,হাবিবুর রহমান রুপিচান,আব্দুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিগন। তিনি করে ৭৩ বৎসর বয়সে মৃতুবরণ করেন। মৃত্যুকালে তার এক সহধর্মিনী, দুই পুত্র তিন কন্যা রেখে যান।
নামাজে জানাযা শেষে আলমখালী সামাজিক কবরস্থানে দাফন করা হয়।বীর মুক্তিযোদ্ধা আবু সায়িদ এর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকদের পক্ষে লিলু মিয়া,রফিকুল ইসলাম,আসিক মিয়া,বজলুর রহমান,এম এ মোতালিব ভুঁইয়া, হারুল রশিদ,আশিস রহমান মহুরুমের আত্নার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply