আজকের স্বদেশ ডেস্ক::
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও একজন।
শুক্রবার (২৫ মে) সকালের দিকে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের লহুচাদ গ্রামে এ ঘটানা ঘটে।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের লহুচাদ গ্রামের মৃত আশানুরের ছেলে মাঈনুদ্দিন (২৬) ও একই গ্রামের বাবলুর স্ত্রী সরিফন (৪৪)। দগ্ধ নঈমুদ্দিন (২৪) নিহত মাঈনুদ্দিনের ভাই।
ডাঙ্গীপাড়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরের দিকে মাঈনুদ্দিন ও নঈমুদ্দীন দুই সহদর ধান ক্ষেতে যাচ্ছিলেন। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে জমির পাশে বাবলুর বাড়িতে আশ্রয় নেয় তারা। এসময় বজ্রপাত ঘটলে বাবলুর স্ত্রী সরিফন, মাঈনুদ্দিন ও নঈমুদ্দিন গুরুতর দগ্ধ হন।
এসময় তাদের উদ্ধার করে রাণীশকৈল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সরিফন ও মাঈনুদ্দিনকে মৃত্যু ঘোষণা করেন। বজ্রপাতে দগ্ধ নঈমুদ্দিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply