মোঃ তাজুদুর রহমান::
মৌলভীবাজারে বাঁধন হিজড়া সংঘ‘র আযোজনে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ইপিআই ভবনে কনফারেন্স রুমে আজ মঙ্গলবার (২২ মে) সকালে বাঁধন হিজড়া সংঘ মৌলভীবাজার সদর ডিআইসি ম্যানেজার মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিনাক্ষী দেব এর সঞ্চালনায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ মোঃ আবু জাহির, মৌলভীবাজার ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আব্দুল মোত্তাকিন, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার মডেল থানার অপারেশন (ওসি) হারুনুর রশিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান ও বাঁধন হিজড়া সংঘ‘র অফিস সহকারি কামরুল হাসান প্রমুখ।
সভায় সাংবাদিক, আইনজীবি, ইমাম, পুলিশ, স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এইচআইভি এইডস’র ভয়াবহতা উল্লেখ করে বলেন- সরকারের বিভিন্ন কার্যক্রম এর কারণে সারাদেশে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা কমছে। ধর্মীয় অনুশাসন মেনে চলি এবং নিজে সচেতন হয়ে অন্যকেও সচেতন করে তুলি। এইচআইভি/এইডস পরীক্ষা এবং হিজরাদের বিভিন্ন সমস্যা, তাদের শহরব্যাপী উৎপাৎসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply