স্বদেশ ডেস্ক::
আপনার জীবনে যদি এক্সট্রা অর্ডিনারি কোনও গল্প থাকে তাহলে তা নিয়ে উপন্যাস লিখবেন বহুল আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন।
তসালিমা নাসরিন তার ভেরিফাইয়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার বিকালে তসলিমা তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মনে হচ্ছে আমাকে একটি নয়, কয়েকটি গল্প, আর একখানা উপন্যাস লিখতে হবে। কয়েক লাইনে, নিজের জীবনের যদি এক্সট্রা অর্ডিনারি কোনও গল্প থাকে, আমাকে জানান। বলা যায় না, আপনার কাহিনীই হয়তো আমি লিখবো।’
অন্য কোনো ব্যক্তি কিভাবে তার গল্প তসলিমাকে জানাবেন তা তিনি উল্লেখ করেননি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply