স্বদেশ ডেস্ক::
পড়ার জন্য বকা দেয়ায় মায়ের ওপর অভিমান করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মীম আক্তার মুক্তা (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে।
নিহত মীম ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে। সে কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। মীমের বাবা ঢাকায় ঠিকাদারের কাজ করেন।
মীমের মা রাবেয়া বেগম জানান, মীমকে তিনি দুপুরে পড়ার জন্য বকাঝকা করেন। পরে বিকালে সে এক ফাঁকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কুমার দাশ জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকেরস্বদেশ/জুয়েল
Leave a Reply