স্বদেশ ডেস্ক::
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বসতবাড়ির ১২টি কক্ষ আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, দক্ষিণ ধনুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির প্রায় ২০টি কক্ষ পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া ছিল। বৃহস্পতিবার দুপুরে কারখানার শ্রমিকরা দুপুরের খাবার খেয়ে কারখানায় চলে যায়।
এ সময় একটি কক্ষে রান্নার জন্য থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে অন্যান্য কক্ষে থাকা সিলিন্ডারগুলোতে তা দ্রুত ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২টি কক্ষ পুড়ে যায়।
আজকেরস্বদেশ/জুয়েল
Leave a Reply