আজকের স্বদেশ ডেস্ক::
খাগড়াছড়ির পানছড়িতে এক যুবক নিজেই নিজের আঙ্গুল কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করেছে। তার নাম মো. আজিজুল (৩০)। সে মোল্লাপাড়া গ্রামের আবদুর রাশেদের ছেলে।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল জানায়, ঘরের কাজ করার সময় অসাবধানতাবশত দায়ের কোপে তার আঙ্গুল দুটি বিচ্ছিন্ন হয়েছে।
আজিজুলের স্ত্রী পারভিন বলেন, কিভাবে আঙ্গুল কেটেছে সে বলতে পারে না। ঘটনা দেখে সে চিৎকার করতে করতে থাকে।
অপর দিকে এলাকাবাসী জানায়, আজিজুল দীর্ঘদিন ব্রীকফিল্ডে কাজ শেষে গত সপ্তাহে বাড়ি এসে নতুন ঘর নির্মাণের সময় সে খুটি বসানোর জন্য মাটি খোড়ার কাজ করছিল। সকাল থেকেই তার স্ত্রীর সাথে কয়েক দফা ঝগড়া ও কয়েকবার স্ত্রীকে লাঠিপেটা করে। এক পর্যায়ে স্ত্রী বাপের বাড়ি চলে যাবার হুমকি দিলে আজিজুল দরজার কাঠের ফ্রেমের উপর আঙ্গুল রেখে নিজেই দা দিয়ে কোপ মেরে দু’টি আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন করে স্ত্রীকে বলে আমার রক্তের উপর দিয়ে যা।
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমেন চাকমা জানায়, তার দুই আঙ্গুল সম্পুন্ন বিচ্ছিন্ন হয়েছে। যা জোড়া লাগানো সম্ভব নয়। দুর্ঘটনাস্থলে ভালোভাবে ড্রেসিং করে সেলাই দেয়া হয়েছে। যা সেরে উঠতে ১০/১৫ দিন লাগবে।
পানছড়ি থানা অফিসার ইনাচার্জ মো. মিজানুর রহমান, এ ব্যাপারে কিছু শুনেননি বলে জানান।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply