সংবাদ বিজ্ঞপ্তি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরশহরের আজ বুধবার সন্ধায় ফিজা এন্ড কোং দোকানে গত রবিবার প্রকাশিত সরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের নিয়ে মিষ্ট চক্রের আয়োজন করা হয়।
ছাত্রনেতা আব্দুল মুকিত ও রনি রাজ এর পক্ষ্ থেকে ৫ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থী সহ এ ও এ- প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।এসময় উপস্থিত ছিলেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী গৌর গোপাল তালুকদার সাওন,জুনায়েদ আহমদ,গাউছুল ইসলাম তানভির,গুপিনাথ তালুকদার,শান্ত দেবনাথ,এগ্রেড প্রাপ্ত শিক্ষার্থী ইফতানুর আহমদ, মরিনাল কান্তি ঘোষ,শহিদুল ইসলাম,দিগন্ত চৌধুরী,বুলবুল আহমদ শুপ্ত,পায়েল আহমেদ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply