আজকের স্বদেশ ডেস্ক::
এপ্রিল আর মে মাস এলেই চিত্রনায়ক ওমর সানীর মনটা একটু বেশিই খারাপ থাকে। কারণ এই দু’টি মাসে তিনি তার বাবা মুজিবুর রহমান ও মা মনোয়ারা মুজিবকে হারিয়েছিলেন। তাই নিজের জন্মের মাসে জন্মদিনে যেখানে তার খুব আনন্দে থাকার কথা সেখানে স্বাভাবিকভাবেই তার মন খারাপই থাকে। কিন্তু তবুও পারিপার্শ্বিক কিছু ভেবে, স্ত্রী-সন্তানদের কথা ভেবে জন্মদিনে কিছু না কিছুর আয়োজন করাই হয়ে যায় তার। সে ধারাবাহিকতায় গতকাল রোববার চিত্রনায়ক ওমর সানী তার জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন।
এ উপলক্ষে নিজের জন্মদিনটি চলচ্চিত্র পরিবারের সাথে একটু ভিন্নভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছেন। মৌসুমী, ছেলে ফারদিন ও আদরের মেয়ে ফাইজাহর সার্বিক সহযোগিতায় উদযাপন করেছেন। নিজের জন্মদিন প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সার্বিক অবস্থা এখন খুব ভালো নয়। এ অবস্থা থেকে আবার হয়তো ভালো অবস্থানে আসবে, তখন হয়তো আমি থাকব না। কিন্তু আমার বিশ্বাস আমাদের চলচ্চিত্রের সুদিন অবশ্যই ফিরে আসবে। আমি বিশ্বাস করি মানুষ মরণশীল। আজ আছি, কাল নেই। তাই আমার এবারের জন্মদিনে আমি চলচ্চিত্র পরিবারের সবার দেখা করার চেষ্টা করেছি। আমরা যেন কিছুটা সময় একে অন্যের সঙ্গে ভালোভাবে কাটাতে পারি। এ ভালো লাগার মুহূর্তটুকু যেন বহু বছর আমাদের হৃদয় থেকে হৃদয়ে থেকে যায়। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, আমাকে সুন্দর একটি পারিবারিক জীবন উপহার দিয়েছেন। আমার মা-বাবাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন।’
সম্প্রতি টিটোর নির্দেশনায় ওমর সানী একটি মবিল কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন, যা বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। এ বিজ্ঞাপনে মডেল হিসেবে বেশ আলোচনায় এসেছেন তিনি। এর আগে তিনি আরএফএল বাকেট, হাতিলের বিজ্ঞাপনে মডেল হয়েও প্রশংসিত হয়েছেন। আগামী ঈদে ওমর সানী অভিনীত উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’ চলচ্চিত্রটি মুক্তি পাবে। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র উত্তম আকাশের ‘আমি নেতা হবো’।
১৯৮৭ সালে স্কুলে পড়ার সময় ওমর সানী প্রথম ‘মশাল’ চলচ্চিত্রে অভিনয় করেন। নূর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে অভিনয় করলেও শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ চলচ্চিত্রে নায়ক হিসেবে দর্শক প্রথম তাকে পর্দায় দেখেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply