মোঃ তাজুদুর রহমান::
মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালিত হয়।
এতে- ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির দায়ে মফিজ মিট হাউজকে দুই হাজার টাকা, রাসেল মিট হাউজকে দুই হাজার, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন অনুযায়ী উক্ত পণ্য ব্যবহারে সৃষ্ট ক্ষতি সম্পর্কে প্যাকেটে ছবি না থাকায় আব্দুল মালেক খান স্টোরকে দুই হাজার, একই অপরাধসহ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে জয় গুরু ভান্ডারকে পাঁচ হাজার, মুরগির বর্জ্য-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের দায়ে হামজা পোল্ট্রি হাউজকে এক হাজার,ওষুধের নির্ধারিত দাম কেটে অতিরিক্ত মূল্য লিখে বিক্রির দায়ে মহসিন ড্রাগ হাউজকে তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযানে সহযোগিতায় ছিলেন মৌলভীবাজার জেলা ক্যাব কমিটির সভাপতি এডভোকেট জনাব আবু তাহের, সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর শেকর কান্তি পাল, সদর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলিয়া খানম এবং সদর মডেল থানার পুলিশ ফোর্স।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় থেকে প্রেরিত এক ”প্রেস বিজ্ঞপ্তি”তে তথ্যটি জানানো হয়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply