আজকের স্বদেশ ডেস্ক::
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে তার আগে আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজেও দল বাছাই করা হবে এই ৩১ জনের মধ্য থেকে।
দলটা আদতে বড় মনে হলেও সিরিজ যত কাছে আসবে, ততেই দল কমিয়ে আনবে বোর্ড। এই দলে চমক হয়ে এসেছেন ইয়াসিন আরাফাত। ১৪ মার্চ ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার ১৯ বছর বয়সী এই পেসার অনেক দিন ধরেই ধারাবাহিক ভালো বোলিং করছেন। আরো আছেন অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা বাহাতি স্পিনার আবদুর রাজ্জাক।
প্রাথমিক দলে ঠাঁই পাওয়া বেশির ভাগই জাতীয় দলের নিয়মিত মুখ। তবে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা তুষার ইমরানের ভাগ্যের চাকা এবারো ঘোরেনি। ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে ১৩ মে শুরু হবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প।
বাংলাদেশ প্রাথমিক দল
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, আবদুর রাজ্জাক, লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, ইয়াসিন আরাফাত ও নাঈম হাসান।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply