আজকের স্বদেশ ডেস্ক::
পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- মাহমুদা আক্তার (৮) ও মোঃ কাউছার হোসেন (৯)। তারা প্রধানিয়া বাড়ির মোঃ ইউসুফ হোসেনের সন্তান।
দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুরাদ হোসেন জানান, দুপুরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ছোট বোন মাহমুদা পড়ে গেলে তাকে উঠাতে গিয়ে কাউছারও পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বিকেল সোয়া ৫টার দিকে বাড়ির পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন। পরে ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply