আজকের স্বদেশ ডেস্ক::
মহিলার কানে ঢুকে গিয়েছিল একটি তেলাপোকা। সেটি বের করতে চিকিৎসকদের নয় দিন লেগেছে। এখন ওই মহিলা সুস্থ। এই ঘটনার পর তিনি সতর্ক হয়ে গেছেন। এখন আর ইয়ারপ্লাগ ছাড়া ঘুমান না তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেটি হোলি নামে ওই মহিলা জানিয়েছেন, কিছুদিন আগে স্বামীর সাথে নতুন বাড়িতে আসেন তিনি। সেখানে সবই ভাল, শুধু অনেক তেলাপোকা ছিল। স্থানীয় একটি সংস্থাকে খবর দেন তারা। ওই সংস্থা থেকে এক ব্যক্তি এসে তাদের বাড়িতে তেলাপোকা তাড়ানোর স্প্রে দিয়ে যান। এরপর তারা ভেবেছিলেন, তেলাপোকার হাত থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু তাদের এই ভাবনা ছিল ভুল।
গত মাসে একদিন ঘুম থেকে উঠে তিনি বুঝতে পারেন, তার বাম কানে কিছু একটা সমস্যা হয়েছে। তিনি তুলা নিয়ে আস্তে করে কানে ঢুকিয়ে দেন। তখন বুঝতে পারেন, একটা পোকা ঘুরে বেড়াচ্ছে। তিনি যখন তুলোটি বের করেন, তখন দেখতে পান, সেটির সাথে তেলাপোকার দুটি পা বেরিয়ে এসেছে।
কানে তেলাপোকা ঢুকে গেছে বুঝতে পেরে ভয় পেয়ে এক চিকিৎসকের কাছে যান কেটি। সেই চিকিৎসক তেলাপোকাটিকে মারার জন্য ওষুধ দেন। সেই ওষুধ দেয়ার পরেই তেলাপোকাটি নড়াচড়া শুরু করে দেয়। ওই চিকিৎসক তেলাপোকাটিকে কেটির কান থেকে বের করতে পারেননি।
নয় দিন পরে অন্য এক চিকিৎসকের কাছে যান কেটি। তিনি তেলাপোকাটির শরীরের ছয়টি অংশ বের করতে পারলেও, বাকি অংশগুলো রয়ে যায়। এরপর এক বিশেষজ্ঞ চিকিৎসক আরশোলাটির মাথাসহ বাকি অংশগুলো বের করে আনেন। সৌভাগ্যবশত সংক্রমণ হয়নি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply