আজকের স্বদেশ ডেস্ক::
রাজধানীর যাত্রাবাড়িতে বন্ধুর সাথে পুকুরে সাঁতার কাটতে গিয়ে এক স্কুলছাত্র মারা গেছে। ধলপুর র্যাব-১০ কার্যালয়ের পেছনে ১০ নং স্টাফ কোয়ার্টারের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ রনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বন্ধুর সাথে তার ছোট ভাই এলাকার স্টাফ কোয়ার্টারের একটি পুকুরে সাঁতার কাটছিল। পুকুরের এক পাশ থেকে অন্য পাশে গিয়ে ফিরে আসার সময় সে অচেতন হয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply