মোঃ তাজুদুর রহমান::
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ বুধবার( ২৫ এপ্রিল) জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে হামিদপুর অবস্থিত বাব ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, উপজেলা চত্ত্বর অবস্থিত মেহমান বাড়ী রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, উপজেলা চত্ত্বর অবস্থিত আজিজ ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী উপজেলার সেনেটারী ইন্সপেক্টর মোঃ আফসার আলী এবং জুড়ী থানার পুলিশ ফোর্স।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।