আজকের স্বদেশ ডেস্ক::
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকাররা তার ফেসবুক পেজ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আলোচিত পাসপোর্ট এবং তা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো সংক্রান্ত ব্রিটিশ হোম অফিসের চিঠি মুছে ফেলেছে।
২৪ সকালে শাহরিয়ার আলম তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে লিখেছেন, সারারাত আমার ফেসবুকের ওপর অনেক অত্যাচার হয়েছে। হ্যাকিং। পোস্ট উধাও। বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে।
অপর এক পোস্টে তিনি লিখেছেন, রিজভী সাহেব চ্যালেঞ্জ দিয়েছিলেন ফিরিয়ে দেয়া পাসপোর্ট থাকলে তা দেখাতে। সোমবার তা মিডিয়ায় দেখিয়ে উল্টো চ্যালেঞ্জ দিয়েছিলাম, তাদের পরিবারের পাসপোর্ট ফেরত দেয়া না হলে তারা দেখাক অথবা মেয়াদ বৃদ্ধির আবেদন করলে তাও প্রমাণসহ বলুক।
আজ তারা পিছুটান দিয়ে মির্জা ফখরুল সাহেবকে দিয়ে স্বীকার করেছেন, তারেক রহমান পাসপোর্ট জমা দিয়েছেন এবং তিনি সাময়িকভাবে বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। যে তথ্য আমি ২০১৫ এবং ২০১৭ সালে প্রকাশ করেছি, তা নিয়ে শুধু শুধু ঘাটাঘাটি করতে গিয়ে তারা নিজেরাই আরও ঝামেলায় পড়েছেন।
শাহরিয়ার আলম লিখেছেন, সবাই জানেন ও বোঝেন রাজনৈতিক আশ্রয় নিতে হলে সাময়িকভাবে হলেও অন্যদেশের নাগরিকত্ব পরিহার করতে হয়। কারণ রাজনৈতিক আশ্রয়ের মূল যুক্তিই দেয়া হয়, আপনার দেশে আপনার স্থান নেই। পাসপোর্ট ফেরত দেয়ার মূল কারণ এবার বোঝা গেলো।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।