সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার ছেলে অভির (২১) বিরুদ্ধে ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
গত রোববার কিশোরীর মা বাদী হয়ে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। জানা যায়, কিশোরীর মা বাড়ির বাইরে কাজ করেন। গত শুক্রবার কিশোরীর মা বাড়ির বাইরে অবস্থান করছিলেন। কিশোরী তার পাঁচ বছর বয়সী ছোট বোনকে নিয়ে নিজ বসত ঘরে অবস্থান করছিল। ওইদিন বিকেল তিনটার দিকে বখাটে অভি তাদের বসত ঘরের সামনে আসে।
এ সময় কিশোরী অভিকে দেখে বসত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলে অভি কিশোরীকে টাকা দেওয়ার প্রলোভন দেখায়। এতে কিশোরী সাড়া না দিলে বখাটে অভি ঝাপ (বাঁশের বেত দিয়ে তৈরি ঘরের বেড়ার উপরাংশ) ভেঙে বসত ঘরে প্রবেশ করে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরী কোনো রকমে বখাটের হাত থেতে ছুটে পেছনের দরজা দিয়ে বেড়িয়ে যায়। এ সময় কিশোরীর আত্মচিৎকারে আশপাশে থাকা লোকজন ছুটে আসতে থাকলে বখাটে পালিয়ে যায়। কিশোরীর মা জানান, বিষয়টি ওইদিন রাতেই তিনি তার স্বামীকে নিয়ে অভিযুক্তর বাবাকে অবগত করতে তাদের বাড়িতে যান। অভির বাবা বাড়িতে অবস্থান করলেও তিনি বিষয়টি শুনেও না শোনার ভান করেন। এ সময় অভি তাদের গালমন্দ করে দেখে নেওয়ার হুমকি দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত অভির সাথে কথা বলা যায়নি। তবে অভির বাবা পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, বিষয়টি সম্পুর্ন মিথ্যা এবং বানোয়ট।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
Leave a Reply