মোঃ তাজুদুর রহমান::
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২২ এপ্রিল) রাতে উপজেলার শ্যামের কোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। স্বামী ফারুক মিয়া (৪৫) ও স্ত্রী আনোয়ারা বেগম (২৫)।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিকের সরকারী মুঠোফোনে সোমবার দুপুর ২টায় যোগাযোগ করা হলে,তিনি ফোন রিসিভ করেননি।
তবে রাজনগর থানার এসআই দিপক দাস জানান, রাতে আনোয়ারার ছোট ভাই থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে তিনি জানান, ধারনা করা যাচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
Leave a Reply