সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
পৌর এলাকার চাঁদনীঘাটে চাঁদা না দেয়ায় খেয়া পারাপার নৌকা আটকে রেখেছে চাঁদাবাজ চক্র। চাঁদাবাজ চক্র হচ্ছে সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের ফুল মিয়া, বুরহান, নেহার উদ্দিন, নুরুজ আলী, জোনায়েদ।
আজ রবিবার এ ৬ জনকে অভিযুক্ত করে একই গ্রামের মুর্শিদ আলীর পুত্র ফরিদ মিয়া সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে জানা যায়, ফরিদ মিয়া ১৪২৫ বাংলা সনে চাঁদনীঘাট পৌরসভা থেকে খেয়াঘাটটি লীজ গ্রহন করেন। তিনি ইজারাপ্রাপ্ত হয়ে মাঝি দিয়ে খেয়া পারাপার করে আসছেন পহেলা বৈশাখ থেকে। আজ রবিবার একদল চাঁদাবাজচক্র নৌকার মাঝি আনোয়ার হোসেনের কাছে এসে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এবং সাফ জানিয়ে দেয় এক লক্ষ টাকা না পেলে নৌকা পারাপার করতে দেয়া হবে না।
খেয়া পারপার নৌকাটি চাঁদা না দিয়ে নৌকায় যাত্রী নিয়ে সুরমা নদীর ওপারে ইব্রাহিমপুরে গেলে চাঁদাবাজ চক্ররা নৌকায় উঠে লোহার রড দিয়ে মাঝিকে বেধড়ক মারধর করে নৌকাটি আটকে তাদের দখলে নিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল্লাহ জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
Leave a Reply