সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ শনিবার এ উপলক্ষ্যে বিদ্যালয় আঙিনায় দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা। আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের মিলনমেলা পরিণত হয় অনুষ্ঠান স্থল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এমরান আহমদ, দোয়ারাবাজার উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. মনির উদ্দিন, বর্তমান প্রধান শিক্ষক কামরুজ্জামান আহাম্মদ, বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভপতি এখলাছুর রহমান, নবনির্বাচিত সভাপতি বরুণ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রাক্তণ শিক্ষার্থী মনির উদ্দিন, দেবব্রত রায় দিপন ও আব্দুস সালাম মাহবুব।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।