নিজস্ব প্রতিনিধি::
সিলেট জেলার কানাইঘাট উপজেলার নয়াগাউ পূর্ব যুবসমাজের উদ্যোগে সম্পন্ন হল গতকাল শুক্রবার বিকাল ৫টা ৬ষ্ঠতম আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। সাংবাদিক মামুনুর রশিদের পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সুপ্রিম কোটের আইনজীবি এডভোকেট মোস্তাক আহমদ।
বাংলাদেশ ফুটবল ফেটারেশনের মাচ পরিচালক সাজু আহমেদ ও জাহেদ হোসাইন রাহিনের পরিচালনায় খেলাটি অনুুষ্ঠিত হয়েছে।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মাসুদ আহমদ চেয়ারম্যান ৭নং দক্ষিণ বাণিগ্রাম,সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন ৭নংইউপি, জনাব বশিরুল হক চাচাই,সাংবাদিক আল বাহার সদস্য ঢাকা প্রেসক্লাব, সাংবাদিক মাহবু্ব রশিদ সম্পাদক কানাইঘাট নিউজ ২৪ ডটকম,বাংলাদেশ মুফস্বল সাংবাদিক ফোরামের সিলেট জেলা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ জেটিভি ও দৈনিক তৃতীয়মাত্রার প্রতিনিধি,সাংবাদিক সুজন চন্দ্র সহযোগী সদস্য কানাইঘাট প্রেসক্লাব, সাংবাদিক আজাদ জয়নাল কানাইঘাট প্রতিনিধি দৈনিক এশিয়া বাণী,ডিবিবার্তার বিশেষ প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ আরো উপস্হিত ছিলেন দূরদূরান্তর থেকে আগত সর্বসস্হরের জনসাধারণ সহ খেলার মূল আর্কষন খেলওয়ার বৃন্দ।
৫নংবড়চতুল ইউপিকে ট্রাবেকে ১টি গোলে হারিয়ে কানাইঘাট সদর ইউপি বিজয় লাভ করে। খেলা শেষে বিজয়ী দল কানাইঘাট সদর ইউপি ও বড়চতুল ইউপির রানার্স দলের হাতে পূরস্কার তুলেদেন অতিথি বৃন্দরা।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply