নিজস্ব প্রতিনিধি::
মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাঈম চৌধুরী (৩০) নেই। আজ শনিবার (২১ এপ্রিল) বেলা ১:৩০ মিনিটের হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রাণ প্রিয় শিক্ষকের আংশিক মৃত্যুতে অজ্ঞান হয়ে পড়েন বিদ্যালয়ের ছাত্রছাত্রী। গুরুত্বর অসুস্থ ৫ ছাত্রছাত্রীকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
অসুস্থ ছাত্রছাত্রীরা হচ্ছেন, বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী চৈতী দে, ৮ম শ্রেনীর শাহেনা আক্তার, ৯ম শ্রেনীর ইসতিয়াক আহমদ, ৮ম শ্রেনীর তামান্না এবং৭ম শ্রেনীর আমিনা বেগম।শনিবার সকাল ১১ টায় চাচাতো ভাই অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরীর জানাজায় শরিক হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এমন সময় বুকে ব্যাথা অনুভূত হয়ে মাটিতে পড়ে যান।
তাকে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।মরহুমের প্রথম জানাজার নামাজ রোববার (২২ এপ্রিল) সকাল ১০টায় তার কর্মস্থল কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এবং ২য় জানাজার নামাজ নিজ বাড়ি পশ্চিম বেকামুড়া চৌধুরী বাড়িতে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।নাঈম চৌধুরীর মৃত্যুেতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মছলে উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক খয়রুল হক চৌধুরী, কাজিরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবাদুল হক দুলু।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
Leave a Reply