আজকের স্বদেশ ডেস্ক::
কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মারা গেছেন। শুক্রবার বিকালে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মানিকখালী ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মাসুদ (৩৫)। তিনি ওই গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা হাজী নূরুজ্জামানের ছেলে। ঘটনার পর তার বড় ভাই বিপ্লব পালিয়ে গেছেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী জানান, মাসুদের সঙ্গে তার বড় ভাই বিপ্লবের পারিবারিক বিরোধ চলে আসছিল।
এ নিয়ে শুক্রবার বিকালে বাড়িতে তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে বিপ্লব তার ছোট ভাই মাসুদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply