সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত বইমেলা জমে ওঠেছে। প্রতিদিনই আগ্রহী পাঠক ও ক্রেতারা আসছেন বইমেলায়। কিনছেন পছন্দের বই। সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে (দ্বিতীয়তলা) ছয় দিনব্যাপী এই ‘সুনামগঞ্জ বইমেলা’ চলছে। গত বুধবার বিকেল থেকে এই মেলা শুরু হয়েছে।
সুনামগঞ্জে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনস এবারই প্রথম বইমেলার আয়োজন করেছে। মেলা চলবে আগামিকাল সোমবার রাত আটটা পর্যন্ত। মেলায় কথা হয় শহরের সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানার সঙ্গে। তিনি বলেন,‘সুনামগঞ্জে এবারই প্রথম দেশের দুটি স্বনাধন্য প্রকাশনা সংস্থা এই মেলার আয়োজন করল। মেলায় অনেক বই রয়েছে যেগুলো সাধারণত সুনামগঞ্জে পাওয়া যায় না।
এখানে মেলায় হওয়ায় বইগুলো আমরা সহজেই পাচ্ছি। এটি একটি সুযোগ বলতে পারেন।’ তরুণ সাংস্কৃতিকর্মী মো. রাজু আহমেদ বলেন,‘একুশের বই মেলায় যেসব বই প্রকাশিত হয় তাঁর সব সুনামগঞ্জে আসে না। তাই আগ্রহ থাকলেও সেগুলো এখান থেকে কেনা যায় না। মেলা হওয়ায় আমাদের জন্য খুব ভালো হয়েছে। আমরা পছন্দের বই কিনতে পারছি।’ আয়োজক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ বইমেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত (ছুটির দিনসহ) চলছে। মেলায় প্রথমা প্রকাশন, বেঙ্গল পাবলিকেশনসের বই ও দেশি-বিদেশি বই বিশেষ মূল্যছাড়ে বিক্রি করা হচ্ছে।
এ ছাড়া ভারতীয় বই বিক্রির ক্ষেত্রেও বিশেষ ছাড় রয়েছে। প্রথমা প্রকাশনের ডেপুটি ম্যানেজার মো. জাকির হোসেন বলেছেন,‘এখন হাওরে বোরো ফসল তোলার মৌসুম। সুনামগঞ্জের মানুষজন ব্যস্ত। তারপরও লোকজন মেলায় আসছেন, পছন্দের বই কিনছেন। ভবিষ্যতে এখানে মেলার আয়োজনে বিষয়টি আমাদের উৎসাহিত করবে।’
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
Leave a Reply