আজকের স্বদেশ ডেস্ক::
সোয়াজিল্যান্ডের বর্তমান রাজা তৃতীয় মাসাওয়াতির ১৫ জন স্ত্রী রয়েছেন। ক্ষমতা ছাড়ার সময়ে তার বাবা দ্বিতীয় সোবহুজার স্ত্রীর সংখ্যা ছিল ১২৫ জন।
আগামী ৬ সেপ্টেম্বর সোয়াজিল্যান্ডের ৫০তম স্বাধীনতা বার্ষিকী। এবার ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দেশটি। এই উপলক্ষে দেশের নাম সোয়াজিল্যান্ডের পরিবর্তে‘দ্য কিংডম অব ইসওয়াতিনি’করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান দেশটির রাজা তৃতীয় মাসাওয়াতি।
আফ্রিকার ১৫টি দেশে সরাসরি সম্প্রচারিত ওই জমকালো অনুষ্ঠানের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ তুলে দেশটিতে বিক্ষোভ হয়েছে। দেশের নাম বদলের এই ঘোষণায় ক্ষুব্ধরা মনে করেন, এই পরিবর্তনের চেয়ে রাজার আরো বেশি দেশের মন্থর অর্থনীতির দিকেই দৃষ্টি দেওয়া উচিত।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।