আজকের স্বদেশ ডেস্ক::
জাপানের মেয়র নির্বাচনে প্রার্থী করা হয়েছে রোবট মিচিহিতো মাতসুদাকে। সুপার স্মার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরখ করে দেখতে চলতি বছরেই নির্বাচনে দেশটির ভোটাররা রোবটকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। টামা শহরে মেয়রের দায়িত্বভার নিতে রীতিমতো নির্বাচনী প্রচারেও নেমেছে রোবটটি।
টোকিওর পশ্চিমাঞ্চলের একটি জেলা শহর টামায় মিচিহিতোর নির্বাচনী স্লোগান হচ্ছে, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল চেঞ্জ টামা সিটি’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা টামা শহরকে পরিবর্তন করবে। মিচিহিতোর পাশাপাশি জাপানের শীর্ষ রাজনীতিকরাও মেয়র পদে লড়ছেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply