স্বদেশ ডেস্ক::
চাঁদপুরে পিডিপির ডিজিটাল প্রি-প্রেইড মিটার বিস্ফোরণে দুটি দোকান আগুনে পুড়ে গেছে। বুধবার বিকালে শহরের পুরানবাজারের লোহারপুল কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই বাজারে লোকনাথ সাউন্ড সিস্টেম দোকানের পুরাতন ডিজিটাল মিটারটি খুলে কয়েক মাস আগে সেখানে ডিজিটাল প্রি-প্রেইড মিটারটি লাগিয়ে দেয়। ঘটনার দিন সেই দোকানের ডিজিটাল প্রি-প্রেইড মিটারটি হঠাৎ করে বিস্ফোরণে দোকানে আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ওই দোকানসহ পাশের দেলোয়ার হোসেন গাজীর অটোরিকশার গ্যারেজও পুড়ে যায়। খবর পেয়ে পুরানবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন জানান।
চাঁদপুরের মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহাম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply