সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
শহরে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরুল আবেদীনর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. শরিফ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রসেডিয়াম সদস্য বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম ঢাকা বাংলাদেশ ও বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন, এছাড়াও উপস্থিত ছিলেন, প্রভাষক রজত কান্তি রায়, শামিমা আক্তার বেগম, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ফিরোজা খাতুন, মৌফিদা হাসান, ফারুখ আহমদ, জসিম উদ্দিন, তৃপ্তি রানী শর্মা, মুনালিসা বাবলী, সহকারী লাইব্রেরিয়ান নাসরিন জান্নাত প্রমুখ।
আলোচনা সভায় শুরতে কোরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ আলী আনোয়ার, গীতাপাঠ করেন, সাবিত্রী ভট্রার্চায প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কপাল সত্যি খুব ভাল যে তুমরা স্বাধীন দেশে জীবন যাপন করতে পারছ। বীর মুক্তিযোদ্ধাদের কারণে তোমাদের একটি স্বাধীন দেশ উপহার পেয়েছ। তাই তোমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, আগামী প্রজন্মকে এ ইতিহাস জানাতে হবে।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।