সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের প্রত্যন্ত এলাকার একটি গ্রামে আজ সোমবার বেলা আড়াইটার দিকে অষ্টম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রী (১৪) বাল্য বিয়েূ থেকে রক্ষা পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো.মামুন খন্দকারের তৎপরতায় ওই ছাত্রীটি বাল্য বিয়ে থেকে রক্ষা পায়।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের প্রত্যন্ত এলাকার একটি গ্রামের অষ্টম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রী (১৪) সঙ্গে পাশ^বর্তী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের এক যুবকের (২৮) বিয়ের আনুষ্ঠানিকতা গতকাল সোমবার বিকেল তিনটার দিকে সম্পন্ন হওয়ার কথা ছিল। ওইদিন বেলা দুইটার দিকে বর সহ ১৫/২০জন লোক কনের বাড়িতে উপস্থিত হন।
গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বাল্য বিয়ের আয়োজনের খবরটি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো.মামুন খন্দকার । তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই বিয়ে বন্ধ করার ব্যবস্থা গ্রহণের জন্য জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীকে নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান সঙ্গে সঙ্গে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজউদ্দিন ও জয়শ্রী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মানিক তালুকদারকে সরেজমিনে ওই ছাত্রীটির বাড়িতে গিয়ে এই বাল্য বিয়ে বন্ধ করতে বলেন।
বেলা আড়াইটার দিকে উদ্যোক্তা মানিক তালুকদার ওই ছাত্রীটির বাড়িতে গিয়ে বাল্য বিয়ের আয়োজনের সত্যতা পান। এ সময় তিনি বর ও কনে এই দুই পক্ষের অভিভাবকদেরকে বাল্য বিয়ের কুফল ও রাষ্ট্রীয় আইনে এই বিয়ের কোনো স্বীকৃতি নেই এমনটি বুঝিয়ে বলার পর বর ও কনের পক্ষের লোকজন এই বাল্য বিয়ে বন্ধ করতে সম্মত হন। ইউএনও মো.মামুন খন্দকার বলেন, বাল্য বিয়ে সম্পূর্ণ বেআইনি। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই বিয়ে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। জয়শ্রী ইউপি চেয়ারম্যান ও এলাকার কয়েকজন ব্যক্তি এই বাল্য বিয়ে বন্ধ হয়েছে বলে আমাকে জানিয়েছেন।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।