নিজস্ব প্রতিনিধি::
পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক কোন ষড়যন্ত্রই সরকারের উন্নয়ন ব্যাহত করতে পারবেনা উল্লেখ করে বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে দেশ বিরোধী একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
কিন্তু বঙ্গবন্ধু কন্যার দূরদর্শিতার ফলে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত বারবার বিফলে যাচ্ছে।তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১ নিয়ে বিরোধীরা এক সময় বিরূপ মন্তব্য করলেও ডিজিটাল বাংলাদেশের সুফল এখন তারাই ভোগ করছে।
এমপি মানিক বলেন, কোন ষড়যন্ত্রই শেখ হাসিানার কল্পিত উন্নয়নের ধারা ব্যাহত করতে পারবে না। ছাতক-দোয়ারার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ৮বছরে ছাতক-দোয়রায় প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। প্রতিটি গ্রামে বিদ্যুতায়নের কাজ প্রায় সম্পন্নের পথে। গ্রামীণ রাস্তা, ব্রীজ, কালভার্ট উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে।
রবিবার বিকেলে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর-নুরুল্লাহপুর রাস্তা পরিদর্শন কালে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সাথে এক মতবিনিময় কালে এসব কথা বলেন।
কালারুকা ইউনিয়ন আ.লীগের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, ছাতক উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, আফজাল হুসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম প্রমুখ।
এর আগে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান পশ্চিম পাড়া খালের উপর ২০মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আ.লীগ এর সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, জাউয়া বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মান্নান, মুরব্বী জালাল উদ্দিন তালুকদার, আজিজুর রহমান তালুকদার, ছাতক উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হুসেন, সিলেট মহানগর আ.লীগের সদস্য আব্দুস সুবহান,চদক্ষিন খুরমা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মছব্বির,পরশপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরমিয়া তালুকদার, আলমদর তালুকদার, ইউপি সদস্য গোলাম কিবরিয়া তালুকদার বাদল, মুহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর, সুহেল আহমদ, এমরান আহমেদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান টুনু, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন প্রমুখ।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।