
মোঃ বায়েজিদ হোসেন ::
ব্যতিক্রমী ভাবে বাংলা নব বর্ষ উদযাপন করল ফেসবুক ভিত্তিক গ্রুপ “ঝিনাইদহ আঞ্চলিক ভাষা পরিষদ”৷বছরে একদিন ইলিশ -পান্তা খেয়ে একদিনের বাঙালি না হয়ে বরং ঐ অর্থ দিয়ে এতিম ও পথ শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় ৷ গ্রুপের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দের উদ্যোগে এই ব্যতিক্রমী নব বর্ষ উদযাপন হয় বলে জানা যায় ৷
বাংলা বছরের প্রথম দিনে ঝিনাইদহের মথুরাপুর আদর্শ এতিমখানা ও ভুটিয়ারগাতী এতিমখানার ৮৫ জন এতিম দুস্থ বাচ্চাদের মধ্যাহ্ন ভোজন ও নৈশ ভোজনের ব্যবস্থা করেন ৷ এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ আঞ্চলিক ভাষা পরিষদের সহঃসম্পাদক সাইফুল ইসলাম লিকু, অফিস সম্পাদক জাম্মিম সবুজ ,সহঃ অফিস সম্পাদক সোহাগ স্বপ্ন,অর্থ সম্পাদক শারমিন আক্তার, মেহেদি হাসান ,সোহেল রানা ও উজ্জল ৷
একই সময়ে ঝিনাইদহ আঞ্চলিক ভাষা পরিষদের ঢাকা মহানগর শাখার উদ্যোগে ঢাকার হাতিরঝিলে প্রায় ৫০ জন পথ শিশুর মধ্যে খাবার বিতরন করা হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাত রায়হান, লিপটন, শাহাদৎ হোসেন ,সুজয়,উজ্জল, আল মেহেদী, হাফিজ,রুবেল, ডালিয়া,রুমা,শামীমা সহ ঢাকা মহানগর শাখার সদস্যবৃন্দ ৷ যুক্তরাষ্ট্র প্রবাসী তরিকুল ইসলাম মিঠু প্রতিষ্ঠিত এ গ্রুপটি সভাপতির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সাংবাদিক আসিফ ইকবাল কাজল ৷
ইতিপূর্বে ও এই ফেসবুক ভিত্তিক গ্রুপটি উত্তরাঞ্চলের বন্যার্তদের ও রোহিঙ্গাদের ত্রান ও শীত বস্ত্র বিতরনের মত সামাজিক কাজে অংশ গ্রহন করেছে ৷
Leave a Reply