‘এসো হে বৈশাখ, এসো এসো’—চিরায়ত সেই আহ্বানের মধ্য দিয়ে আজ পূর্ব দিগন্তে উদিত হয়েছে নতুন বছরের প্রথম সূর্য। শুরু হল নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ, নতুন বাংলা সন ১৪২৫। গানে, কবিতায়, চিত্রকলায় কোটি প্রাণের উচ্ছ্বাসে বরণ করে নেওয়া হয় নতুন বছর।
তাই আজ মঙ্গলের প্রত্যাশায়, কল্যাণের প্রত্যাশায়, শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসার প্রত্যাশায় পহেলা বৈশাখের প্রত্যুষে প্রতিটি বাঙালির কণ্ঠ থেকে নিঃসৃত হবে সেই উজ্জীবনী আবাহন। যা কিছু জীর্ণ, পুরাতন ও অকল্যাণকর—সব দূর হয়ে যাক। প্রাণের বন্যায় আনন্দের ডালি সাজিয়ে এসেছে নতুন বছর।
বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার এই যে উৎসব, তা আজ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বাঙালির সংস্কৃতির এক প্রধান ধারকে পরিণত হয়েছে। নানা আয়োজনে যেমন দেশজুড়ে বরণ করে নেওয়া হবে নতুন বছর, তেমনি পৃথিবীর যেখানেই বাঙালির বসবাস রয়েছে সেখানেই দৃশ্যমান হবে এই উৎসব। প্রকাশ ঘটবে নিজের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি এক অকৃত্রিম ভালোবাসার।
সময়ের বৃত্ত পূরণ করে প্রতিবছরই আসে পহেলা বৈশাখ। সেই সঙ্গে প্রতিবছরই থাকে উৎসবের আয়োজন। প্রতিবছরের মতো এবারও রাজধানী ঢাকায় ব্যাপক আয়োজনে দিবসটি উদ্যাপিত হবে। আজকের দিনটি শুরু হয়েছে রমনায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় যোগ দেবে লাখো বাঙালি। শুধু রমনা বা চারুকলা নয়, রাজধানীজুড়েই আজ থাকবে উৎসবের আমেজ। টিএসসি চত্বর, ধানমণ্ডি লেক বা রবীন্দ্রসরোবরসহ রাজধানী ঢাকার আনাচ-কানাচে নববর্ষ উদ্যাপনের অসংখ্য আয়োজন চোখে পড়ে। রাজধানীর বাইরেও প্রতিটি শহরে, এমনকি গ্রামাঞ্চলেও থাকবে বর্ষবরণের নানা আয়োজন।
গ্রামাঞ্চলের হাটবাজারসহ বিভিন্ন স্থানে বসবে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের মেলা। ব্যবসাপ্রতিষ্ঠানে উদ্যাপন করা হবে হালখাতা উৎসব। বলা যায় না, হয়তো অন্ধকারের শক্তিও তাদের আক্রোশ মেটাতে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতে পারে। তাই রমনাসহ যেখানেই বর্ষবরণের আয়োজন করা হবে সেখানেই নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আমরা আশা করি, নির্বিঘ্ন হবে বাঙালি বর্ষবরণ তথা প্রাণের উৎসব উদ্যাপন।
আজকের এই বিশেষ দিনে সবার একটাই চাওয়া, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ নববর্ষে আমাদের অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৫ বাংলা।
গোলাম সারোয়ার
সম্পাদক ও প্রকাশক
আজকের স্বদেশ ডটকম।
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।